পরিকল্পনা মন্ত্রীর সাথে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন কর্মকর্তাদের সাক্ষাৎ

0
263

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিজেএ) নবনির্বাচিত প্রতিনিধিরা আজ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শেরেবাংলানগর পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। টিসিজেএ নব-নির্বাচিত সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক মাহে আলম জেমস এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। মন্ত্রী টেলিভিশন ক্যামেরা সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ উল্লেখ করে বলেন,একটি তাজা এবং জীবন্ত সংবাদচিত্র সংগ্রহ করাই একজন টিভি ক্যামেরা সাংবাদিকের অন্যতম কাজ।এ কাজ অনেক ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ।
তিনি টিভি ক্যামেরা সাংবাদিকদের পেশাগত ও জীবনমান উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ^াস দেন।
সাংবাদিক নেতারা জীবনমান উন্নয়নসহ পেশাগত মানোন্নয়নে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা প্রদানে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, চিত্রগ্রাহকদের উপযুক্ত প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় এ পেশার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here