কাশিমপুর কারাফটকের কাছে হামলা, সাবেক কারারক্ষী নিহত

0
265

গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের কাছে রুস্তম আলী নামে এক কারারক্ষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নারী কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন। সম্প্রতি তিনি পিআরএলে আছেন। আজ সোমবার সকালে কারাগারের আরপি গেট থেকে কিছুটা দূরে এ ঘটনা ঘটে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রুস্তম আলী কারাগারের প্রধান ফটকের ২০০ গজ উত্তরে আহমেদ মেডিক্যাল কর্নার নামে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। দুই হামলাকারী মোটরসাইকেলে চড়ে আসে এবং তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, কোনাবাড়ি নতুন বাজার থেকে কাশিমপুর কারাগার লিঙ্ক রোডে কারাগারের মূল ফটক থেকে মাত্র ২ শত গজ দূরে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সার্জেন্ট ইনস্ট্রাক্টর (অব:) রুস্তম আলী। এ সময় মোটরসাইকেল আরোহী ২ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কারাগার ইউনিট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, নিহত রুস্তম আলী বরিশালের বাসিন্দা হলেও সার্ভিস বুকে তার ঠিকানা কুমিল্লা লেখা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here