জ্বালানী তেলের দাম কমলো

0
315

ফার্নেস অয়েলের দাম কমার ২৪ দিনের মাথায় দেশে সব ধরনের জ্বালানী তেলের দাম কমেছে। অকটেন ও পেট্রোল লিটারে দশ টাকা এবং কেরোসিন ও ডিজেল লিটারে তিন টাকা কমানো হয়েছে। আজ রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আজ রাত ১২টার পর নতুন এই দাম কার্যকর হবে।
উল্লেখ্য, নতুন দাম কার্যকর হলে মধ্যরাত থেকে অকটেন ৮৯ টাকা, পেট্রোল ৮৬ এবং ডিজেল ও কেরোসিন ৬৫ টাকায় পাওয়া যাবে।
২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সাথে মূল্য সমন্বয় করে সরকার জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা এবং কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়। তবে বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম কমার প্রেক্ষিতে সরকার তেলের দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত,গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।সেই সিদ্ধান্তের পর ৪ এপ্রিল জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্য সব জ্বালানী তেলের দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি আজ পূরণ হলো।
বাংলাদেশে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণ ফার্নেস অয়েলের প্রয়োজন হয়। সরকার এ কারণে মূলত ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১৮ টাকা হ্রাস করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here