বিশ্ব বই দিবসে মেহেরপুরে সেমিনার

0
287

মেহেরপুর জেলার গাংনী ,মুজিবনগর ও মেহেরপুর সদর উপজেলায় ১৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালে এই তিন উপজেলায় মোট ২৪৫২৪ জন ছাত্র-ছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। বিশ্ব বই-দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ১০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়ার গুরুত্ব বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। বইপড়া কর্মসূচি সদস্যদের আয়োজনে অুনষ্ঠিত এসকল সেমিনারে শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীরা বইপড়ার গুরুত্ব নিয়ে নিজেরাই এই সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছে। উপস্থিত বক্তাদের সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তাদের বক্তব্যে তুলে ধরেন।

তেতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সুভাষ চন্দ্র গোলদার জেলা শিক্ষা অফিসার,মেহেরপুর। বিশেষ অতিথি হাজী মো: আবুল হোসেন-প্রাক্তন প্রধান শিক্ষক, অরুণ কুমার রায়-প্রোগ্রাম আফিসার,পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি,বিশ্বসাহিত্য কেন্দ্র, মো: মোশারফ হোসেন-নির্বহী পরিচালক,পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি,এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: রমজান আলী, সহকারি শিক্ষক নূরুন্নবী, আবু সালেক,আব্দুল গনি ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মাসুরা খাতুন,সবুজ হোসেন,রাকিবুল ইসলাম,ওবায়দুল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান তেতুলবাড়ীয়া ইউ পি -মো: নাজমুল হুদা ।

বিভিন্ন প্রতিষ্ঠানে এ উপলক্ষে দেয়ালিকা প্রকাশ. র‌্যালিসহ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here