জুলহাজ হত্যাকাণ্ডে তদন্ত সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র

0
378

যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মী জুলহাজ মান্নান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন তিনি। এক বিবৃতিতে কেরি বলেছেন, জুলহাজ ছিলেন ‘একজন আস্থাভাজন সহকর্মী, একজন প্রিয়তম বন্ধু এবং বাংলাদেশে ব্যক্তির মর্যাদা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার’।

হত্যাকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়ে কেরি বলেন, জুলহাজের হৃদয়ে ছিল বাংলাদেশের চেতনা এবং সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্যের সুরক্ষায় বাঙালির যে ঐতিহ্য তার প্রতিনিধি ছিলেন তিনি।

গতকাল বিকালে রাজধানীর উত্তর ধানমন্ডির কলাবাগানের তেঁতুলগলি এলাকার ৩৫ নম্বর বাসায় খুন হন সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার কর্মী জুলহাজ মান্নান (৩৫)। একই সঙ্গে খুন হন তনয় মজুমদার (৩৩)। ‘আছিয়া নিবাস’ নামে ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে জুলহাজ মাকে নিয়ে থাকতেন। তার মা ছখিনা বেগম শেরেবাংলা সরকারি গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা। ঘটনার সময় তিনি এবং গৃহকর্মী রেশমা আক্তার (১০) বাসায় ঘুমিয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত হামলাকারী যুবকরা খুনের পর ‘আল্লাহু আকবার’ বলতে বলতে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here