পাবনা : নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা আর সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব। ২৫ এপ্রিল দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, দুলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম শাহজাহান। লিখিত বক্তব্যে তিনি বলেন, তৃণমূল ভোটে তিনি দলীয় প্রতীকে নির্বাচনের যোগ্যতা অর্জন করার পরও বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রজাউল করিম বাচ্চু মোল্লা। আর তার পক্ষে মাঠে নেমে সশস্ত্র মহড়া, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি এবং দলীয় ভোটারদের নানাবিধ ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুল ওহাব। শান্তিপূর্ণ ভোটগ্রহণে বাধা ও নির্বাচনী মাঠের পরিবেশ-পরিস্থিতি উত্তপ্ত করছেন ওই সংসদ সদস্য এবং মেয়র। প্রায় রাতেই তাদের সশস্ত্র বহিরাগত অনুসারীরা এলাকায় গিয়ে মহড়া ও ভয়ভীতি প্রদর্শণ এবং ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। অবিলম্বে তাদের এই কার্যকলাপ বন্ধ করার জন্য সাংগঠনিক ব্যবস্থার জোর দাবী জানান নৌকা প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপি ও পৌর মেয়র দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চারজন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ইতিমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে এর প্রতিকার চেয়ে আবেদন করেছেন। তারা হলেন মানিকহাট ইউনিয়নের প্রার্থী এ এস এম আমিনুল ইসলাম, সাতবাড়ীয় ইউনিয়নের প্রার্থী এস এম সামছুল আলম, হাটখালী ইউনিয়নের মো. হাবিবুর রহমান বিশ্বাস হাবীব এবং দুলাই ইউনিয়নের মো. সিরাজুল ইসলাম শাহজাহান।
দলীয় সূত্রে জানাগেছে এমপি ও মেয়র আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকেও প্রশ্নবিদ্ধ করছেন। যে কারনে অচিরেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে ।