মুস্তাফিজকে ‘জাতীয় বীর’ বললেন প্রধানমন্ত্রী

0
247

ইন্ডিয়ান ত্রিকেট লীগে (আইপিএল) বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের জাদুকরি পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে তাকে জাতীয় বীর বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় তিনি এ প্রশংসা করেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

মুস্তাফিজের প্রসংশা করে শেখ হাসিনা বলেন, মুস্তাফিজ দেশের জাতীয় সম্পদ। সে দেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে। মুস্তাফিজ বিশ্বে নাম্বার ওয়ান। তার সফলতার জন্য দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

মুস্তফা কামাল বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী মুস্তাফিজুর রহমানের অনেক প্রসংশা করেছেন। তাকে দেশের জাতীয় সম্পদ ও বীর বলে আখ্যায়িত করেছেন।

মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন, সঙ্গে দু’টি উইকেট ও একটি মেডেন ওভার। এটা কখনও কল্পনা করা যায় না। বিশ্বের এমন বোলার আর নেই। আমি ৪০ বছর ক্রিকেট খেলার সঙ্গে সম্পৃক্ত। আমি হলফ করে বলতে পারি ওর (মুস্তাফিজ) মতো বোলার আর নেই। টি-টোয়েন্টি খেলায় এমন বোলিং ফিগার আর আসবে না। আমাদের দেশকে মুস্তাফিজ অনেক কিছু দিয়েছে। দোয়া করি মুস্তাফিজ যেন তার ফর্ম ধরে রাখতে পারে।

তিনি আরও বলেন, আইপিএল এ মুস্তাফিজ একমাত্র খেলেয়াড় যে বাংলা ভাষায় নিজের কথা ব্যক্ত করেছেন। এমন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুস্তাফিজ বাংলাদেশ ও আমাদের ভাষার মর্যাদা বিশ্বের বুকে বাড়িয়ে দিয়েছেন। মুস্তাফিজ যুব সমাজের প্রেরণা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here