কলাবাগানে জোড়া খুন ‘টার্গেট কিলিং’ : স্বরাষ্ট্রমন্ত্রী

0
445

রাজধানীর কলাবাগানে জোড়া খুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডকে ‘টার্গেট কিলিং’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে গাজীপুরের কাশিমপুরে সাবেক কারারক্ষীর হত্যাকাণ্ডকে সাধারণ খুন হিসেবে দেখছেন স্বরাষ্টমন্ত্রী। সচিবালয়ে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। সব খুনের শেকড়ই এক উল্লেখ করে তিনি বলেন, কখনও শিবির, কখনও জেএমবি, কখনও আনসারুল্লাহ নামে এসব করা হচ্ছে। তারা সবাই সন্ত্রাসী। তবে এসব খুনকে টার্গেট কিলিং বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা হত্যার উদ্দেশ্যে এসেছিল এবং হত্যা করেই পালিয়ে যায়। ওই নৃশংস জোড়া খুনে পাঁচজন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তের পর পুরো ঘটনা জানাতে পারব, বলেন তিনি। সোমবার বিকেল ৫টার দিকে লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে (২৬)। এতে আহত হয়েছেন আরো তিনজন। জুলহাজ বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন রূপবান-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের সময় টহল পুলিশের একটি পিকআপ ওই এলাকার তেঁতুলতলা গলি দিয়েই যাচ্ছিল। কিন্তু তারা তাদের ধরতে পারেননি। উল্টো তাদের হামলায় গুরুতর জখম হয়ে গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কলাবাগান থানা পুলিশের এএসআই মমতাজ হোসেন। কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে পার্সেল দেওয়ার কথা বলে জুলহাজ মান্নানের বাসায় ঢুকেছিল দুর্বৃত্তরা। এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দুজনকে কুপিয়ে ও গুলি করে তাকে ও তার এক বন্ধুকে হত্যা করা হয়। পরে আল্লাহু আকবার বলতে বলতে তারা চলে যায় বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন। এদিকে, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছি। আশা করি, আপনাদেরকে ভালো কিছু জানাতে পারব। গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের সুরক্ষিত এলাকায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করে দৃর্বৃত্তরা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তনু হত্যাকাণ্ডের সঙ্গে কলাবাগানের ঘটনার মিল নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here