ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0
462

ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। গুরুত্ব সহকারে দৃঢ়তার সঙ্গে সমন্বিতভাবে সন্ত্রাসবাদের উল্লম্ফন ও সহিংস চরমপন্থা মোকাবিলায় এক কাতারে আসতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রিন্সের স্মরণে রিয়াদে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে ২৪ থেকে ২৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ রবিবার এই সম্মেলন উদ্বোধন করেন। প্রিন্স সৌদ আল ফয়সাল মুসলিম উম্মাহর কল্যাণে যে নেতৃত্বশীল ভূমিকা রাখেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইনের উপপ্রধানমন্ত্রী, গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ওআইসি ও আরব লিগের মহাসচিব এবং অন্যান্য অনেক দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।   সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সৌদি আরবের বাদশা সালমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here