বগুড়ার গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-১০, গ্রেফতার-৮

0
302

বগুড়া প্রতিনিধি : ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় বগুড়ার গাবতলীতে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটেছে। উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামে এ ঘটে। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলায় অভিযুক্ত ৮জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হলো, পাররানীরপাড়া গ্রামের ফজলুর রহমান (৪৫), মিঠু (৩০) ফজলুল হক (৩৫), শাহজাহান (৪৫), লাল মিয়া (৪২), টুকু (৪৫), সাইফুল (৪০) এবং মিনহাজুল (২০)। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩এপ্রিল ইউপি নির্বাচনে উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের ফকির মাহমুদের ছেলে জহুরুল ইসলাম ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও সাবেক ইউপি মেম্বার আব্দুস সামাদের পক্ষে নির্বাচনী কাজে সহায়তা করায় বিজয়ী ইউপি মেম্বার আব্দুস সবুর এর সমর্থকগণ ক্ষিপ্ত হয়ে ২৪এপ্রিল সন্ধ্যায় প্রথমে প্রতিবেশী সবুজের বাড়ীঘর অনধিকার প্রবেশ করে ভাংচুর ও খরের পালায় আগুন লাগায়। আগুনের লেলিহান শিখায় বাড়ীঘরে টিনের চালা পুড়িয়া যায়। বাদীসহ স্থানীয়রা বাঁধা দিতে গেলে বিজয়ী ইউপি মেম্বারের সমর্থকগণ বিভিন্ন ধারালো অস্ত্র ও লাঠিসোটায় সজ্জিত হয়ে হামলা চালায়। এতে শহিদুল, ফজলুল, এনামুল, আল আমিন, আতিকুরসহ কমপক্ষে ১০জন আহন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here