অপরাধ দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

0
225

দেশে চলমান অপরাধ দমনে পাশে থাকার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বার্নিকাট তার পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে দুর্বৃত্তরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, চলমান অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তথ্য আদান-প্রদান এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষে দেশের সন্ত্রাস দমন ও নির্মূলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ সেল গঠন করবে। তিনি বলেন, পুলিশ বা র‍্যাব- কোনো বাহিনীর একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব উইংকে একসঙ্গে কাজ করতে। অপরাধ দমনে একটি পৃথক সেল খোলা হচ্ছে, যেখান থেকে অপরাধ দমনে ২৪ ঘণ্টা সব বাহিনীকে সমন্বয় করা হবে, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, কলাবাগান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা গেছে। যা সময়মতো জানানো হবে। কামাল বলেন, উভয় দেশের কাছেই অপরাধীদের ব্যাপারে যে তথ্য রয়েছে তার ভিত্তিতে আমরা অপরাধিদের শনাক্ত ও বিচার কার্য এগিয়ে নেয়ার চেষ্টা করবো।   উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনার পর ওইদিন রাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্নিকাট। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খুনীদের গ্রেফতারের আহ্বান জানান। এর দুদিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here