একবছর আগেই বিয়ে হয় নাদিয়ার!

0
424

আগামী ৩০শে এপ্রিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া আফরিন মিমের বিবাহোত্তর সংবর্ধনা। স্বামী সাফায়েত আলী চয়ন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত। তবে তাদের বিয়েটা আরও এক বছর আগেই হয়েছিল বলে জানিয়েছেন মিম। গত বছর ২৮শে এপ্রিল পারিবারিক আয়োজনে বিয়ে হয় মিম ও চয়নের। অবশ্য গাঁটছড়া বাঁধার আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে চয়নের সঙ্গে পরিচয় হয় নাদিয়ার। এরপর ঘনিষ্ঠতা। তারই ধারাবাহিকতায় বিয়ের সিদ্ধান্ত। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ প্রসঙ্গে নাদিয়া বলেন, আমাদের সম্পর্কটা প্রতিযোগিতা চলাকালীন থেকেই। গত বছরই বিয়ে হয়েছিল। যেহেতু কোনো অনুষ্ঠান করা হয়নি তাই কাউকে জানানো হয়নি। তবে কাছের মানুষরা অনেকেই জানেন। আর বিয়ে নিয়ে তো লুকোচুরির কিছু নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here