গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলার অসীম মমত্ববোধ এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী

0
378

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হক এর অসীম মমত্ববোধ এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে।
তিনি বুধবার শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল শেরেবাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকী।
প্রধানমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হককে “বাংলার কৃষক ও মেহনতি জনতার অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে তিনি বলেন, শেরেবাংলা এদেশের কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলেই দেশে প্রজাস্বত্ব আইন প্রতিষ্ঠিত হয়। বাঙালি কৃষক সমাজ সামন্তদের শোষণ থেকে মুক্ত হয়।
শেখ হাসিনা মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here