ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলাম ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহমদ জনির রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0
447

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলাম ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহমদ জনির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্যারড কর্ণার প্রদক্ষিন করে লিচু তলায় এক সংক্ষিপ্ত সমাবেশে সুভাষ মল্লিক সবুজের সভাপতিত্বে ও মোক্তার হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দুলন চন্দ্র দে, শাহেদুল ইসলাম শাহেদ, হাইদার, সানি, মাহমুদ, সুয়াইব, জিয়াউদ্দিন আরমান, মনির উদ্দিন, মনিরুল ইসলাম রিহান, ইমন, রাহুল রাই, বাপ্পি, মুহসিন, রাকিবুল ইসলাম রাকিব, আব্দুল মজিদ, আনিসুল ইসলাম, মাসুম, নিজাম উদ্দিন, বেলাল হোসেন, নুর হোসেন, তানজীম আহমেদ, আব্দুল কাদের, সৌরভ হোসেন, হিরু আহমেদ, জুয়েল, আবুল খায়ের আকাশ, ওয়াহিদ, সাকিব, রাব্বি, শিমুল, শহীদ, ফাহাদ, কাদের আবির, হাসেম, মুবিন, সুজন, মিজান।
এতে আরও উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, আনোয়ার পলাশ, মুহাম্মদ মিজান, ইফতেখার রানা, আব্দুল্লাহ আল মাসুম, আনিসুজ্জামান আবিদ, ফজলুর রহমান রানা, আলাউদ্দিন, মোঃ ওসমান, আবিদ চৌধুরী, , মাভি আহমদ, , মোঃ সালাহ উদ্দিন, শাহরিয়ার সুমন, মিনহাজুর রহমান, ইমরান তাহের ইমন, মহিবুর রহমান জীবন, শোয়াব চৌধুরী, মাহবুবুর মোর্শেদ নাঈম শাওন, শাকিল, হানিফ সুমন, সোহাগ রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের অন্যতম সংগঠক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ইসলামিয়া কলেজের এজিএস পাভেল ইসলাম ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহমেদ জনির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা যদি প্রত্যাহার করা না হয় আগামী দিনে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ অনশন, কলেজে ছাত্র ধর্মঘটের মত কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, নগর ছাত্রলীগের এক শীর্ষ নেতা কলেজে নিজের আধিপত্যের বিস্তারের জন্য ক্যাপাসে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বক্তারা বলেন, অনতিবিলম্বে ঐ শীর্ষ নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে কলেজের শিক্ষার সুষ্ট পরিবেশ অটুট রাখতে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here