তদন্ত দল মাঠে নেমেছে, আমাদের ওপর আস্থা রাখুন: পুলিশ

0
231

সমকামীদের একটি পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার পর কার্যত তীব্র চাপের মুখে পড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদের ওপর আস্থা রাখার জন্যে সবার প্রতি আহবান জানিয়েছে। ঢাকায় এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার আসাদু্জ্জামান মিয়া বলেছেন তার বিশ্বাস ঘটনার কারণ উদঘাটন হবে এবং অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারবেন তারা। তবে একই সাথে তিনি বলেছেন এজন্যে তাদের কিছুটা সময় দিতে হবে। তদন্তকারী দল চারদিকে মাঠে নেমেছে এবং তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। দেশবাসী ও ঢাকা নগরবাসীকে সহায়তার আহবান জানিয়ে পুলিশ কমিশনার বলেন বাসা ভাড়া দেয়ার সময় আইডি কার্ড ছবি নিলে এ ধরনের কাজ করতে পারবেনা। আর কেউ করলেও সেটি সাথে সাথে উদঘাটন করা যাবে।  তিনি বলেন, আমাদের উপর আস্থা রাখুন। আমরা অতীতে বিভিন্ন ঘটনা যেভাবে উদঘাটন করেছি সেভাবেই এসব ঘটনাও উদঘাটন করা হবে। বেসরকারি টেলিভিশনের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা আমিনুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড সহ এ ধরণের কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন একটি গ্রুপ আছে যারা পীর আউলিয়াদের ইসলাম বিরোধী বলে মনে করে। আমরা তাদের সম্পর্কেও যথেষ্ট তথ্য পেয়েছি। তদন্তে অগ্রগতি হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার বিষয়টি আলোচনায় এসেছে। বিদেশী নাগরিক হত্যার ঘটনার পর ব্লগার নাজিমুদ্দিন সামাদকে হত্যার ঘটনাও ঘটেছে সম্প্রতি। এরপরই জুলহাজ মান্নান ও তার বন্ধুকে হত্যার ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে বিশ্ব জুড়ে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here