বরিশাল প্রতিনিধি ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া সড়কে বুধবার দুপুরে বাস চাঁপায় ফাতেমা আক্তার (২৫) নামের এক যুবতী নিহত হয়েছে। ফাতেমা কাশিপুরের বিল্ববাড়ি এলাকার বাসিন্দা। অপরদিকে মঙ্গলবার রাতে বানারীপাড়া উপজেলার রায়েরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় নসিমন উল্টে শাহিন শেখ (৩৫) নামের এক ড্রেজারচালক নিহত হয়েছেন। নিহত শাহিন উপজেলার গাভা গ্রামের মৃত হোসেন শেখের পুত্র।