আমেরিকার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউড মাতাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারমধ্যেই সুপারস্টার অভিনেতা ও সাবেক কুস্তিগীর ডুয়াইন জনসন রকের সঙ্গে ‘বেওয়াচ’-এ চুক্তিবদ্ধ হন তিনি। মুভিটি একসময়ের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বেওয়াচ’-এর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। যেখানে অভিনয় করেছিলেন পামেলা আন্ডারসন, ইয়াসমিন ব্লেথ, জার্মি জ্যাকসন এবং আলেক্সান্ডার পলের মতো তারকারা। ‘বেওয়াচ’-এ এই বলিউড তারকাকে দেখা যাবে ভিলেন ভিক্টোরিয়া লিডসের চরিত্রে। এর আগে প্রিয়াঙ্কাকে কয়েকটি হিন্দি ছবিতে খল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। বিশ্বসুন্দরীর ভাষায়, “নিজের কমর্ফোট জোনের বাইরে গেলেই তো বোঝা যাবে আমার দক্ষতা কতটা”। গত মাসের শেষে প্রকাশ পায় ‘বেওয়াচ’ মুভিটির ফার্স্ট লুক। সেখানে অনুপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। ‘কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় কিংবা ভিলেন চরিত্রে অভিনয় করায় জায়গা হয়নি প্রিয়াঙ্কার! টিভি সিরিজটির শুটিং শেষ করেই তিনি যোগ দিলেন রকের সঙ্গে ‘বেওয়াচ’-এর শুটিংয়ে। ‘বেওয়াচ’ আগামী বছরের ১৯ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।