কুষ্টিয়া প্রতিনিধিঃ অবশেষে স্কুলশিক্ষকের ভাই মিজানুর রহমানও মারা গেলেন। কুষ্টিয়ার ভেড়ামারায় একদিন আগে ধারালো অস্ত্রের আঘাতে নিহত শিক্ষক মজিবর রহমান (৬৭) নিহতের পর তার ভাই মিজানুর রহমানও মারা গেলেন।
আজ বুধবার সকাল ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নূর হোসেন বলেন, রাজশাহীতে ময়নাতদন্ত শেষে লাশ মিজানুরের গ্রামের বাড়িতে নেয়া হবে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত সোমবার রাতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান (৬৭) ও তাঁর ছোট ভাই মিজানুর রহমানকে কোপানো হয়। ঘটনাস্থলেই মারা যান মজিবর। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মঙ্গলবার নিহত ব্যক্তির ছোট ভাই জাকারিয়া হত্যা মামলা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।