বরিশাল প্রতিনিধি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বেলা এগারোটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহসভাপতি জোর্তিময় বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত প্রোক্টর মোঃ শফিউল আলম প্রমুখ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।