বরিশালে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মামলা দায়ের

0
206

বরিশাল প্রতিনিধি ॥ অবশেষে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের চিহ্নিত দুই চাঁদাবাজ সদস্যের বিরুদ্ধে বুধবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক হাসিবুল ইসলাম বাদি হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, আদালতের বিচারক মোঃ আলী হোসাইন মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপ-পুলিশ কমিশনার ট্রাফিককে আদেশ নিয়েছেন। মামলার অভিযুক্তরা হলো, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম এবং কনস্টেবল রুহুল আমিন। বাদির আইনজীবী বিপ্লব কুমার রায় এজাহারের বরাত দিয়ে জানান, তার মক্কেল বরিশালের সাংবাদিক হাসিবুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় চকবাজার থেকে কর্মস্থলে যাওয়ার পথে ফলপট্টির মুখে মোটরসাইকেল গতিরোধ করে কনস্টেবল রুহুল আমিন। এসময় রেজিস্টেশন পেপার দেখতে চাওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনের কাগজপত্র না থাকায় হাসিবুল ইসলামের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে সার্জেন্ট রফিকুল ইসলাম। তিনি আরও জানান, এসময় আমার মক্কেল নিজেকে সাংবাদিক পরিচয় দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরবর্তীতে তাকে (হাসিবুল) মামলায় জড়িয়ে জেলহাজতে প্রেরণের হুমকি দেয়া হয়েছে। এমনকি তার মৃত বাবাকে নিয়েও অশালীন ভাষায় বিভিন্ন ধরণের মন্তব্য করা হয়। এছাড়া সাংবাদিক পেশাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সার্জেন্ট রফিকুল ইসলাম। এতে আমার মক্কেলের (হাসিবুল) মানহানী হওয়ায় আইনী সহযোগীতা চেয়ে মামলাটি করতে বাধ্য হয়েছেন। হাসিবুল ইসলাম বরিশাল থেকে প্রকাশিত প্রথম সকাল এবং জাতীয় অনলাইন দৈনিক বাংলামেইলের বরিশাল প্রতিনিধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here