দেশে আইএস প্রতিষ্ঠা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

0
421

দু-একটি খুন করে বাংলাদেশে আইএস প্রতিষ্ঠা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো আইএস নেই। দেশীয় জঙ্গিরা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আর দু-একটি খুন করে দেশে আইএস প্রতিষ্ঠা করা যাবে না। বাংলাদেশ যখন শান্তিতে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহলের সহ্য হচ্ছে না। তারা আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। হত্যাসহ নানা অরাজকতা সৃষ্টি করছে। শান্তি বিনষ্টের প্রয়াস চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র করে, মানুষ হত্যা করে আইএসের নাম দেওয়া হচ্ছে। আমরা কোনো ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা পাইনি। তাহলে আইএস আসে কোথা থেকে?- প্রশ্ন করেন আসাদুজ্জামান খান কামাল। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here