বরিশাল প্রতিনিধি ॥ বান্ধবীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরধরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বুধবার রাতে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মেকানিক পঞ্চম বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মাহমুদ মুন্নার বান্ধবীকে উত্যক্ত করার জেরধরে অপর ছাত্রলীগ কর্মী ইনস্টিটিউটের সিভিল বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র অনুপ হালদারের বিরোধ দেখা দেয়। অব্যাহত উত্যক্তের প্রতিবাদ করেন মাহমুদ মুন্না। এনিয়ে বুধবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায় অনুপ ক্ষিপ্ত হয়ে মুন্নাকে ইটদিয়ে পিটিয়ে জখম করে। খবর পেয়ে মুন্নার ৮/৯জন বন্ধুরা ঘটনাস্থলে ছুটে আসলে তাদেরকেও মারধর করে অনুপ ও তার সহযোগীরা। এনিয়ে রাত নয়টার দিকে উভয়পক্ষের সমর্থকেরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ব্যপারে কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাখয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।