শেষ পর্যন্ত ক্ষমা পেলেন ইউনিস

0
241

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ক্রিকেট দলের মতোই আনপ্রেডিক্টেবল! অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে নিয়ে চলা নাটক শেষ হলো তাকে ক্ষমা করার মধ্য দিয়ে। দ্বিতীয়বার ক্ষমা চেয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের মন গলাতে পেরেছেন ইউনিস। তাকে ক্ষমা করা হয়েছে। এখন চলমান পাকিস্তান ওয়ানডে কাপে দল খাইবার পাখতুনখাওয়ার হয়ে খেলতেও পারবেন। দল ফাইনালে গেলে নেতৃত্বে দেখা যাবে ইউনিসকেই। আম্পায়ারিংয়ে অসন্তুষ্ট ৩৮ বছরের ইউনিস টুর্নামেন্টের মাঝপথে ফয়সালাবাদ থেকে বাড়ি ফিরে যান। এরপর পিসিবি ব্যবস্থা নেবে জেনে চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। কিন্তু পিসিবি তাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলে। কেন্দ্রীয় চুক্তি ভঙ্গের দায়ে ওয়ানডে কাপে ইউনিসকে নিষিদ্ধও করা হয়। কিন্তু চেয়ারম্যানের উপদেষ্টা ইউনিস ঠিকই ‘ম্যানেজ’ করে ফেললেন। “যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। তবে আমি খুশি যে ইউনিস নিজের দোষ স্বীকার করেছে-” পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার বলেছেন। পিসিবির এই সিদ্ধান্ত পাকিস্তানের মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। সিনিয়র খেলোয়াড়কে ক্ষমা করায় বোর্ডের প্রতি সহানুভূতিশীল কেউ কেউ। আবার অন্যরা বলছে, এই নাটক করে পিসিবি নিজেদের হাসির পাত্র বানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here