এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

0
385

এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র বাংলাদেশে আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা জোরদারকরণে ঐকমত্য পোষণ করা হয়। ইউএনডিপি কর্তৃক চলমান ইউনিয়ন ও উপজেলা পরিষদ গভর্ন্যান্স, মহিলাদের আর্থিক সক্ষমতা অর্জনে নতুন সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এলজিআরডি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সংস্কার ও শক্তিশালীকরণ কার্যক্রমে ইউএনডিপির আরো সহায়তা কামনা করেন। তিনি বাংলাদেশের পল্লী উন্নয়ন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও অর্জনসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিআরডিবির আওতাধীন ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিষয়ে তাকে অবহিত করেন।
ওয়াটকিন্স বাংলাদেশে স্থানীয় সরকার বিভাগে চলমান উন্নয়ন প্রকল্পসমূহে অধিকতর আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি শায়লা খান এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here