Auto Draft

0
290

পাইকগাছায় ভাটার বিরোধকে কেন্দ্র করে মারপিট ও লুটপাটের অভিযোগে পাইকগাছা-কয়রার এম,পি’র বিরুদ্ধে আদালতে মামলা

পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বিরোধপূর্ন ইট ভাটা দখলকালে পার্শ্ববর্তী আর এক ইট ভাটা মালিকের বাড়ীতে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আ’লীগের পাইকগাছা-কয়রার এম,পি এ্যাড. শেখ মোঃ নুরুল হক সহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দন্ডবিধি ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮০/৫০৬ ও ১১৪ ধারা সি,আর- ২৯১/১৬ মামলাটি করেছেন উপজেলার দেবদুয়ার গ্রামের ক্ষতিগ্রস্থ বি,এ,কে ভাটা মালিক মহিউদ্দীন খানের স্ত্রী ফিরোজা বেগম। আদালতের বিচারক গাজী জামছেদুল হক মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষের কৌশলী এ্যাড. প্রশান্ত মন্ডল জানিয়েছে। গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ১১ টার দিকে পাইকগাছা-কয়রার এম,পি এ্যাড. শেখ মোঃ নূরুল হক পাজারো গাড়ীতে চড়ে ৫০/৬০ টি মোটর সাইকেলে প্রায় ২’শ ব্যক্তিকে নিয়ে হাচিমপুরে বি,এন,পি’র নেতা আযম খানের পক্ষে বিরোধপূর্ণ এস,কে,ব্রিকস জিগজ্যাগ ইট ভাটাটি দখল করে। এ সময় ভাটা মালিক রুহুল আমিন খান কে না পেয়ে দুর্বৃত্তরা তার বাড়ীতে হামলা চালিয়ে জানালা, দরজা ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ীতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটায়। বাদী ফিরোজা জানিয়েছেন, ভাংচুর ও লুটপাটকালে আত্মরক্ষার্থে এম,পিকে অনুরোধ করলে তিনি তাকে লাথি মেরে ফেলে দেন। এ ঘটনায় তিনি ইতিপূর্বে এম,পি পুত্র আ’লীগ নেতা মনিরুল ইসলাম সহ দেড়’শ ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে মামলা রেকর্ড না হওয়ায় তিনি সর্বশেষ আদালতে এ মামলাটি করেছেন। রুহুল আমিন খান ও বাবু গাইনের আহত ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল এম,পি পুত্র শেখ মনিরুল ইসলাম, বি,এন,পি নেতা আযম খান, গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা যুবলীগ সভাপতি, এস,এম, শামছুর রহমান সহ দেড়শ ব্যক্তির বিরুদ্ধে ১৭ এপ্রিল থানায় মামলা করেন যার নম্বর-১৪। এ মামলায় ৬ ব্যক্তি জেল হাজতে রয়েছে। এদিকে প্রতিপক্ষ এম,পি পক্ষের আযম খানের অনুসারী শাহিন খান ও সালাম খান পৃথক পৃথক ভাবে রুহুল আমিন খান ও বাবু গাইন গং দের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনো পর্যন্ত কেহ আটক হয়নি বলে জানা গেছে। ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে এবং থানায় দায়েরকৃত মামলার মুল আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। এ সম্পর্কে আগেই এম,পি এ্যাড. শেখ মোঃ নুরুল হক জানিয়েছেন, গড়ইখালীর সন্ত্রাসী বাবু গাইনের হাত থেকে ভাটাটি দখল মুক্ত করে প্রকৃত মালিকের কাছে ফেরৎ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here