ক্যালিফোর্নিয়ায় বাঙালি দম্পতি খুনে কেরি সাহেবদের মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের

0
279

সম্প্রতি দেশে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কিছু দিন আগে ক্যালিফোর্নিয়ায় বাঙালি দম্পতিকে হত্যা করা হলেও জন কেরি সাহেবদের মাথাব্যথা নেই, যতটা মাথাব্যথা কলাবাগানের জোড়া খুন নিয়ে।’ শুক্রবার সকালে গাজীপুরের তেতুলবাড়ি এলাকায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালের সামনে চন্দ্রা নবীনগর মহাসড়কের আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইউপি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী তিনটি ধাপে নির্বাচন আগের চেয়ে ভালো করার লক্ষ্যে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে। এ ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার জন্য নির্দেশনা রয়েছে।’ তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আগামী সোমবার বৈঠকের মাধ্যমে গণপরিবহনের ভাড়া কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চন্দ্রা নবীনগর মহাসড়কের আন্ডারপাসটির কাজ শেষ হবে আগামী জুন মাসে বলেও জানান মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সওজ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুর উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, উপবিভাগীয় প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেনসহ পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here