জুলহাজ-তনয় হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে এগোচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
280

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে এগোচ্ছে। শুক্রবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শো-রুম উদ্বোধন শেষে কলাবাগানের ওই জোড়া খুনের তদন্তের অগ্রগতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ”আমরা ঠিক পথে এগোচ্ছি, তা আমরা আপনাদের জানাবো।” গত বছরের কয়েকটি হত্যাকাণ্ডের মতো সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু তনয়কে (২৬)। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই জুলহাজ সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন। ওই খুনের ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে কলাবাগান থানায় হত্যা মামলা করেন। বুধবার তার তদন্তভার পায় ডিবি পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত করা গেছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ”এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। পরে আপনাদের জানাবো।” শুক্রবার সকালেও ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন আসাদুজ্জামন খান কামাল। তিনি বলেন, ”আপনারা বিভিন্ন পত্রিকায় দেখেছেন, আমরা এগুলো আর এখন কিছু বলছে চাচ্ছি না। কয়েক দিন পর সব জানাবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here