ভূ-কৌশলগত অবস্থান বাংলাদেশের বিকাশমান অর্থনীতি হওয়ার অনুকুল : চীনা রাষ্ট্রদূত

0
421

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বৃহস্পতিবার বলেছেন, ভূ-কৌশলগত অবস্থান বাংলাদেশের জন্য একটি বিকাশমান বৈশ্বিক অর্থনীতি হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি দক্ষিণ এশীয় দেশটির দ্রুত উন্নয়নের জন্য তার দেশের সব ধরনের সহায়তার প্রস্তাব দেন।
এখানে একটি হোটেলে আয়োজিত ‘মানব সম্পদ উন্নয়নে চীন-বাংলাদেশ সহযোগিতা’ বিষয়ক কর্মশালায় তিনি আরো বলেন, বাংলাদেশের একটি বিপুল সম্ভাবনাময় বাজার, বিপুল শ্রম শক্তি এবং ভারত, উত্তর পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি বৃহৎ অর্থনীতির মধ্যে অত্যন্ত কৌশলগত ভৌগোলিক অবস্থান রয়েছে। তাই, বাংলাদেশে অর্থায়ন, পুঁজি ও প্রযুক্তি আসবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিদ্যমান প্রক্রিয়ায় প্রতীয়মান হয় যে, বাংলাদেশ একটি বিকাশমান অর্থনীতি হয়ে ওঠছে।
তিনি ঢাকা-বেইজিং সম্পর্ককে একটি পরীক্ষিত সম্পর্ক বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, বাংলাদেশে চীনের কোন ‘স্বার্থপরতার স্বার্থ’ নেই বরং চীন বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যাতে বেইজিং লাভবান হবে।
তিনি বলেন, আমরা একটি উন্নত বাংলাদেশ দেখতে চাই। চীন বিশ্বাস করে যে, একটি উন্নত বাংলাদেশ চীনের জন্য একটি সম্পদ হবে।
রাষ্ট্রদূত বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক জো স্থাপনের জন্য সরকারের প্রয়াসের প্রশংসা করেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এখানে আরো বেশী চীনা বিনিয়োগকারীদের দেখতে পাবে।
তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মানব সম্পদ হচ্ছে উন্নয়নের মূল বিষয়। তিনি বাংলাদেশে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে বেইজিংয়ের সহায়তার প্রস্তাব দেন।
চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর লি গুয়াংজুন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিফ উজ জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ (বেজা) কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here