লন্ডনে সিপিএ নির্বাহী কমিটির মধ্যবার্ষিকী সভা : ঢাকায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সম্মেলন বিষয়ে আলোচনা

0
380

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারর্পাসন ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে কমনওয়েলথ্ পার্লামেন্টারী এসোসিয়েশনের মধ্যবার্ষিকী নির্বাহী কমিটির সভা গতকাল লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের পোর্টকুলিস হাউজের এটলি কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ ৬২তম সম্মেলনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সিপিএ নির্বাহী কমিটি সিপিএ সংক্রান্ত কোঅর্ডিনেটিং কমিটি, ফাইন্যান্স সাব-কমিটি, বাজেট প্ল্যানিং কমিটির সাথে আলাদাভাবে সভায় মিলিত হয়।
সভায় সিপিএ ভাইস চেয়ারপার্সন শিরলি এম. ওসবোরনে, মহাসচিব আকবর খান, ট্রেজারার রিকুয়েস্ট মনটাগা, কমনওয়লেথ্ উইমেন্স পার্লামেন্টারিয়ানস চেয়ারপার্সন রেবেকা কাদাগা এমপিসহ সিপিএ’র আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ আইল্যান্ডস ও মেডিটেরিয়ান, কানাডা, কেরিবিয়া, ইন্ডিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদসগণ উপস্থিত ছিলেন।
স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারর্পাসন ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন আয়োজনের প্রস্তুতিমুলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
স্পীকার বলেন, আসন্ন সম্মেলনে সিপিএ ৯টি অঞ্চলের ৫৩টি দেশের প্রায় ৬৫০ জন পার্লামেন্ট সদস্য ও অন্যান্য প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ এ সম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ২৬টি উপ-কমিটি গঠন করেছে এবং কমিটিগুলো নিজ নিজ কার্যপরিধি চিহ্নিত করে সম্মেলন আয়োজনের কাজ শুরু করেছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় ৬৫০ জন সংসদ সদস্য ও প্রতিনিধির আবাসিক স্থান সংকুলানের জন্য হোটেল বুকিং কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীগণের অন লাইন নিবন্ধনের কাজ সহসাই শুরু হবে।
সভায় আসন্ন সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান, স্মল বাঞ্চেস কনফারেন্স, নির্বাহী কমিটি মিটিং, কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ান (সিডব্লিউপি) কনফারেন্স, প্নেনারি সেশন, রিজিওনাল গ্রুপ মিটিং, সিউব্লিউপি বিজনেস মিটিং ও চেয়ারপার্সন নির্বাচন, ফাইনাল প্লেনারি মিটিং বিষয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here