সালমানের পর টেন্ডুলকার ও এআর রহমানকে প্রস্তাব

0
353

বলিউড মহাতারকা সালমান খানকে ভারতের অলিম্পিক কন্টিজেন্টের শুভেচ্ছা দূত করা হলো। তাতে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি (আইওসি) বিতর্কের মধ্যে পড়লো। ভারতীয় অলিম্পিক কনটিজেন্টের শুভেচ্ছা দূত হওয়ার প্রস্তাব এবার দেয়া হলো ব্যাটিং আইকন শচীন টেন্ডুলকার ও মিউজিক আইকন এআর রহমানকে। “আমরা শচীন টেন্ডুলকার ও এআর রহমানকে ভারতীয় অলিম্পিক কনটিজেন্টের শুভেচ্ছা দূত হওয়ার প্রস্তাব দিয়েছি। তাদের জবাবের অপেক্ষায় আছি-” জানিয়েছে আইওসি। বলিউড হিরো সালমান ‘সুলতান’ নামের একটি মুভিতে একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাচ্ছে এই বছর। তবে সালমানকে শুভেচ্ছা দূত করার বিষয়টি নিয়ে বেশ বিপাকেই পড়েছিল আইওসি। তারকা কুস্তিগীর ইয়োগেশ্বর দত্ত ও স্প্রিন্ট লিজেন্ড মিল্কা সিং এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। ইয়োগেশ্বর টুইট করে বিতর্ক উস্কে দেন। তিনি জানান, শূভেচ্ছা দূত হওয়ার মতো কোনো কাজ করেননি সালমান। অবশ্য সালমানকে শূভেচ্ছা দূত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী বক্সার ম্যারি কম, হকি অধিনায়ক সরদার সিং ও শুটার অপূর্বি চান্ডেলা। খেলোয়াড়দের অনেকে সালমানকে দূত করার সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে বিতর্কের মধ্যেই আইওসি তাদের সিদ্ধান্তে অটল থাকে। সেই সাথে জানিয়েছিল, ক্রিকেট, অন্য খেলা ও মিউজিক থেকেও তারা শুভেচ্ছা দূত করবে। এই বছরের আগস্টে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে হবে অলিম্পিক গেমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here