বচ্চন পরিবারে টানাপড়েন

0
244

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলিকে নিয়ে সোশ্যাল মিডিয়া হামেশাই সরগরম থাকে। এর কারণ তাঁর জীবনযাপন, বন্ধুদের সঙ্গে পার্টি, হুল্লোড়, সেল্‌ফি। কিন্তু অমিতাভের স্ত্রী জয়া বচ্চন তার এমন আচরণে ক্ষুব্ধ। জয়া মনে করেন, এতে বচ্চন পরিবারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এজন্য এসব বিষয়ে জয়া নাতনিকে শাসন করতে চেয়েছিলেন। কিন্তু এতেই নাকি বাধ সেধেছেন নভ্যার মামা অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। তাঁর মতে, এই বয়সে নভ্যা যা করছেন, সেটাই স্বাভাবিক। তাতে বাধা দেওয়া উচিত হবে না। বরং স্বাভাবিক ছন্দেই বেড়ে উঠতে দেওয়া উচিত তাকে। বলিউড পাড়ায় জোর গুঞ্জন জয়া ও ঐশ্বরিয়ার এই মতপার্থক্যটা নিয়ে নাকি জোর টানাপড়েন শুরু হয়ে গেছে বচ্চন পরিবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here