বগুড়ার নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থীর সাথে আ. লীগ বিএনপির লড়াই

0
443

বগুড়া প্রতিনিধি:- বগুড়ার নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাথে আওয়ামীলীগ বিএনপি প্রার্থীর লড়াই হওয়ার সম্ভাবনা উজ্জল হয়ে উঠেছে । এই উপজেলায় ৫টি ইউনিয়ননে মোট চয়ারম্যান প্রার্থী, ২৮জন সাধারন সদস্য প্রার্থী ১৭৪ জন সংরক্ষিত মহিলা সদস্যা প্রার্থী ৭১ জন । আগামী ৪ মে এ উপজেলায় ভোটগ্রহন করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা রিটার্নিং অফিসারের নিকট চেয়ারম্যান পদে বুড়ইল ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আশরাফ আলী (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী গোলাম রব্বানী (ধানের শীষ), সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক (চশমা), নূর মোহাম্মদ (মোটর সাইকেল), রুহুল আমিন হিমেল (টেলিফোন), আলহাজ্ব আজাহারুল ইসলাম (আনারস), আফজাল হোসেন (ঘৌড়া) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই ইউনিয়নের সাধারন সদস্য পদে ৩৯, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ১৯ জন। ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রর্থী নূর মোহাম্মদ (মোটর সাইকেল), মার্কা ও আ’লীগ নেতা আশরাফ আলী (নৌকা) মার্কার সাথে সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক (চশমা) মার্কার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী (ধানের শীষ), আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী সোহেল রানা(নৌকা), সতন্ত্র প্রার্থী হিসেবে রেজাউল করিম কামাল(আনারস) প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই ইউনিয়নের সাধারন সদস্য পদে ৩১, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ১১ জন। ওই ইউনিয়নে সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী(ধানের শীষ)মার্কার সাথে সতন্ত্র প্রার্থী হিসেবে রেজাউল করিম কামাল(আনারস)মার্কার লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ।
ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী মোরশেদুল বারী (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এসএম তৌফিকুল ইসলাম রানা (ধানের শীষ), সতন্ত্র প্রার্থী হিসেবে তীর্থ সলিল রুদ্র (মোটর সাইকেল), গোলাম সারওয়ার (আনারস), জাকের পার্টী নেতা ইসাহাক আলী সরদার (গোলাফ ফুল) প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই ইউনিয়নের সাধারন সদস্য পদে ৩৫, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৯ জন । ওই ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী মোরশেদুল বারী (নৌকা) মার্কার সাথে সতন্ত্র প্রার্থী হিসেবে তীর্থ সলিল রুদ্র (মোটরসাইকেল) র্মাকার লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। থালতা মাঝগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আফছার আলী (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এ্যাড. ইলিয়াছ আলী (ধানের শীষ), সতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল মতিন (আনারস), আব্দুল মজিদ (চশমা), ফেরদৌস আলী (মোটর সাইকেল) প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই ইউনিয়নের সাধারন সদস্য পদে ৪০, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ১৬  জনের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
ভাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান(ধানের শীষ), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জুলফিকার আলী(নৌকা), সতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ(চশমা), গোলাম মোস্তফা(মোটর সাইকেল), রফিকুল ইসলাম (টেবিল ফ্যান), আব্দুস ছাত্তার(অটো রিক্সা), ইফতেখারুল আলম(ঘৌড়া) ও জামায়াত নেতা আনোয়ারুল হক(আনারস) প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই ইউনিয়নের সাধারন সদস্য পদে ২৯, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ১৬ জনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৭মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here