বদলির জন্য অনলাইনে আবেদন করতে হবে : শিক্ষামন্ত্রী

0
322

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বদলির জন্য ক্ষমতাধরদের কাছ থেকে অনেকে লিখিয়ে নিয়ে আসেন। তাদের উদ্দেশে বলছি, এখন থেকে বদলির জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। কেউ যদি এটি না করে কারও কাছ থেকে লিখিয়ে আনেন, তাহলে সেটা নেতিবাচক হিসেবে গন্য হবে। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকারি কলেজশিক্ষকদের বদলির ক্ষেত্রে তদবিরের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তার কাছে এ কাজে যত লোক আসেন, তাদের ১০০ জনের মধ্যে ৮০ জনই ঢাকায় থাকতে চান। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক টিচার আছেন, সবাই উদগ্রিব, তার পছন্দের জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে যদি ১০০ জন লোক আসে, তার ৮০ জন আসে কেবল ঢাকায় আসার জন্য। সরকারি চাকরি করতে হলে সরকার যেখানে দেয়, সেখানে যাওয়া নিয়ম। তারা নানা রকম ক্ষমতাবান লোক দিয়ে ঢাকায় নিয়ে আসেন…এটা অন্যায়……নিয়ম নাই। কলেজের অধ্যক্ষদের শিক্ষক হিসেবে ভালো হওয়ার পাশাপাশি পরিচালক হিসেবে দক্ষ হওয়ার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। যে সব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়, সেগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ না বলার আহ্বানও জানান তিনি। অতি উৎসাহের কারণে আমরা দু-একটার নাম দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয় কলেজ। আসলে বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই। এটা খুশির জন্য বলেন, আনন্দের জন্য বলেন। কিন্তু এটা কিন্তু অফিসিয়াল কোনো নাম না। বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here