অবশেষে তীব্র দাবদাহের পর প্রথম বৃষ্টির ফোঁটা

0
1292

তিমির চক্রবর্ত্তী: কাঠফাঁটা রোদ আর তীব্র তাপদাহে দগ্ধ সারা দেশ । যেন আগুনের উল্কা ফিকে পরে গাঁয়ের উপর। আর একপশলা বৃষ্টির জন্য প্রতিদিনই তীর্থের কাকের মতো প্রতীক্ষার প্রহর গোনেন নগরবাসী।অবশেষে তাঁদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আকাশ থেকে ঝরে পড়লো একপশলা বৃষ্টি। হাসল প্রাণীকুল, জেগে উঠলো বৃক্ষরাজি, স্বস্তির নি:শ্বাস ফেললো সারা দেশের মানবজাতি।  তীব্র দাবদাহের পর প্রথম বৃষ্টি-ঝড় শুরু হয়েছে আজ। এ যেন বিধাতার আশীর্বাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here