ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস আকস্মিক সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন। ফ্রান্সের একটি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান একটি বড় আকারের ডুবোজাহাজ নির্মাণের কাজ পাওয়ার পর তিনি এ সফর করছেন।
সফরকালে ফ্রান্সের প্রধানমন্ত্রী ভ্যালস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার এ কথা জানান।
ফ্রান্সের ডিসিএনএস কোম্পানি জাপান ও জার্মানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ হাজার কোটি অস্ট্রেলীয় ডলারের এ চুক্তি করেছে। ডিসিএনএস ১২ টি নতুন ডুবোজাহাজের ডিজাইন ও নির্মাণ করবে।
ভ্যালসের রোববার প্রথমে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে। এরপর সোমবার তিনি অস্ট্রেলিয়া যাবেন।
তিনি টার্নবুলের সঙ্গে বৈঠকের পাশাপাশি ডিসিএনএসের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।