ইকুয়েডোরে ভয়াবহ ভূমিকম্পের ১৩ দিন পর এক বৃদ্ধকে জীবিত উদ্ধার

0
277

দক্ষিণ আফ্রিকার দেশ ইকুয়েডোরে ভয়াবহ ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করেছে।
শনিবার ভেনিজুয়েলা একথা জানিয়েছে।
কুইটোতে অবস্থিত ভেনিজুয়েলার দূতাবাস জানিয়েছে, ভেনিজুয়েলার একটি উদ্ধারকারী দল ম্যানুয়েল ভাসকুয়েজ নামের ওই বৃদ্ধকে ধ্বংস্তুপের নিচে আটকা পড়ে থাকতে দেখেন।
৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর থেকে তিনি সেখানেই আটকা ছিলেন।
ওই প্রাকৃতিক দুর্যোগটিতে ৬৬০ জন প্রাণ হারিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দূতাবাস জানায়, উদ্ধাকর্মীরা শুক্রবার মানাবি প্রদেশে ভবনের কাঠামোগত ত্রুটি পরীক্ষা করার সময় ভাসকুয়েজের গলার আওয়াজ পান। ‘তিনি একটি আংশিক ধসে পড়া ভবনের ভেতর থেকে শব্দ করছিলেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here