বাগদাদে গ্রিন জোনে ক্যাম্প স্থাপন করেছে শিয়া বিক্ষোভকারীরা, জরুরি অবস্থা

0
250

কট্টরপন্থী শিয়া নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা পার্লামেন্টে ভবনের বাইরে ক্যাম্প স্থাপন করেছে। বাগদাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এর আগে শত শত শিয়া বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে ঢুকে পড়ে।
কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের পর এই প্রথমবারের মতো তারা ওই সুরক্ষিত এলাকায় ঢুকে পড়লো। এখানে বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি ভবন রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গুলি বর্ষণ করে। তবে উভয়পক্ষের মধ্যে বড় ধরনের কোন সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি।
ইরাকী পার্লামেন্টে যে অচলাবস্থা চলছে তার প্রতিবাদে শিয়া বিক্ষোভকারীরা এই বিক্ষোভে যোগ দেয়।
মোক্তাদা আল সদর মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে তাদের স্থানে নিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ সৃষ্টি করছেন।
কিন্তু রাজনৈতিক দলগুলো এ ধরণের পরিবর্তনের বিরোধী।
এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে অচলাবস্থা চলছে।
আর আগে এ সপ্তাহের শুরুতে হাজার হাজার মানুষ বাগদাদের গ্রীন জোন অভিমুখে মিছিল করে।
বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন লন্ডভন্ড করছে বলে খবর পাওয়া গেছে।
পার্লামেন্ট ভবন ছেড়ে যেসব এমপি পালানোর চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা তাদের বাধা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here