রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংক সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মো. হালিম (৩০) ও স্বপন শেখ (১৬)। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, মতিঝিলে নির্মাণাধীন ওই ভবন কাজ করার সময় তারা পড়ে যান। স্থানীয়রা ওই দুই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।