বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সাতমাথায় বিলবোর্ডে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃর্শে আহত শাহিন মিয়া (৩০) মারা গেছে। ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। সোমবার তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
বগুড়া শহরের মালগ্রাম দক্ষিন চাপরপাড়া গ্রামের চান মিয়ার পুত্র।
শাহিনের সঙ্গে কাজকরা ইলেকট্রিক মিস্ত্রি একই এলাকার আব্দুস সালাম শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বুধবার বেলা ১১টার একটু পরে শহরের প্রানকেন্দ্র সাতমাথায় জাতীয় যুব শ্রমিকলীগের ব্যানার টানানোর জন্য বিলবোর্ডের উপরে উঠে শাহিন। এসময় বিলবোর্ডের উপর দিয়ে যাওয়া ১১ কেভি বিদ্যুত লাইনের তারের সাথে স্পৃর্শ হয়ে গুরুতর আহত হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। প্রায় ১০ মিনিট সে ঐ বিলবোর্ডে ঝুলে ছিল। এসময় স্থানীয় কয়েকজন যুবক বিলবোর্ডের উপর থেকে তাকে নিচে নামিয়ে আনে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শাহিনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নেয়া হয়। সেখানে ৬ দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়।