বরিশালে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত-১৫ ॥ ভাংচুর

0
249

বরিশাল প্রতিনিধি ॥ মে দিবসের মিছিলে লোক নেয়াকে কেন্দ্র করে রবিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এসময় বিএম কলেজের মুসলিম হলের ১০৩নং রুম ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা গেছে, বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার অনুসারী রুম্মান রবিবার সকালে শ্রমিকদলের মে দিবসের মিছিলে অংশগ্রহণের জন্য জোরপূর্বক বিএম কলেজের মুসলিম হল থেকে ছাত্রদের নিয়ে যায়। ওইদিন দুপুরে মিছিল শেষে মান্না তার অনুসারীদের নিয়ে নগরীর অমৃত লাল দে সড়কের গুপ্ত কর্নারের মোড়ে অবস্থান নেয়। সেখানে বসে তারা মিছিল থেকে ফিরতে থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা আতিকুল¬াহ্ মুনিমের অনুসারীদের গালিগালাজ করেন। এনিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএম কলেজের মুসলিম হলের আবাসিক ছাত্র মান্নার সহযোগী রুম্মানের ১০৩নং রুমে হামলা চালিয়ে ভাংচুর করে মুনিমের সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে উভয়গ্র“পের তোহারুল ইসলাম কবির, সুমন খান, ফয়সাল, রুম্মান, জিয়া, হেনডিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ জিয়া নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here