বরিশালে দমকা হাওয়ায় গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

0
224

বরিশাল প্রতিনিধি ॥ নগরীসহ জেলার সর্বত্র রবিবার সন্ধ্যায় তিন মিনিটের আকস্মিক দমকা হাওয়ায় গাছপালা ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় দমকা হাওয়ায় গাছ উপরে পরে যানচলাচল বন্ধ হয়ে যায়। থানা পুলিশ দু’ঘন্টাব্যাপী আপ্রান চেষ্ঠা চালিয়ে উপড়ে পড়া গাছ কেটে অপসারণ করে মহাসড়ককে যানজটমুক্ত করে।
অপরদিকে দমকা হাওয়ার পর পরই স্বস্তির বৃষ্টি নামে। তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষের স্বস্তি দিতে প্রায় বিশ মিনিটের বৃষ্টি হলেও স্বস্তি ফিরেছে বরিশালবাসীর মধ্যে। দমকা হাওয়ায় জেলার অধিকাংশ উপজেলার বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সোমবার দুপুর পর্যন্ত উপজেলাগুলোতে বিদ্যুত সংযোগ সচল করা সম্ভব হয়নি। নগরীতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে রবিবার রাত বারোটার দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here