বরিশাল প্রতিনিধি ॥ একটি নাশকতার মামলাসহ দুইটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি যুবদল নেতা ফিরোজ কাজীকে (৩৮) রবিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী কালকিনি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ ভূরঘাটা গ্রামের বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেনের পুত্র। তার বিরুদ্ধে নাশকতাসহ দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ও একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।