বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব অনুমোদন করেছে ডেনমার্ক

0
243

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা জেনসেন বাংলাদেশের সঙ্গে তার দেশের উন্নয়ন অংশীদারিত্বের একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প অনুমোদন করেছে।
রোববার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গৃহীত বাংলাদেশ সরকারের সপ্তম পাঁচসালা পরিকল্পনায় এ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কজায়ের সামাজিক সংহতি ও ক্ষমতায়নের প্রচেষ্টা সমর্থন করে বলেন, ডেনমার্কের দৃঢ় বিশ্বাস এই কর্মসূচি বাংলাদেশর জনগণের জন্য একটা বাস্তব ব্যবধান তৈরি করবে।
তিনি আরো বলেন, গত কয়েক দশকে সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী অন্যতম প্রথম দেশ ছিল ডেনমার্ক।
২০১৬ সালের শেষ নাগাদ এই নয়া পাঁচসালা কর্মসূচি কার্যকর হবে।
সরকারি পর্যায়ে একটি চুক্তি সম্পাদনের জন্য ডেনিস দূতাবাস এখন অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here