নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত

0
417

নড়াইল প্রতিনিধি :নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শহরে বর্নাঢ্য র‌্যালী বের হয়। শ্রমিক লীগের জেলা সভাপতি বি.এম.হামিনুর রহমান ও সাধারন সম্পাদক মো: আব্দুল আলিমের নের্তৃত্বে র‌্যালীটি পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আওয়ামীলীগ কার্যালয়ে শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস। বি.এম.হামিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস, আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান জিন্নাহ।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: আব্দুল আলিম,সাংগঠনিক সম্পাদক হেলাল খান,সহ-সভাপতি মো: আমীর হোসেন,মনিরুজ্জামান জিএম,সদর উপজেলা সভাপতি মিলন,সেক্রেটারি মহিদুল ইসলাম।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস।আরও বক্তব্য দেন সাধারন সম্পাদক মো: রিজাউল মোল্যা।জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় বক্তৃতা করেন সভাপতি মো: জাহাঙ্গীর বিশ্বাস ও সাধারন সম্পাদক ছাদেক আহম্মেদ খান।এছাড়া খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক চালক সমিতিসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here