লিবিয়াগামী ৭৪ ব্যক্তির অর্থ ফেরত দেওয়ার নির্দেশ

0
391

ভিসা পাওয়া লিবিয়াগামী ৭৪ ব্যক্তিকে দশ শতাংশ সুদসহ তিন মাসের মধ্যে তাদের জমা দেওয়া অর্থ ফেরত দিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এসব ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনাপত্তি পত্র (এনওসি) দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক স্মারকে লিবিয়ায় চলমান পরিস্থিতিতে সেখানে বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে ৭৪ ব্যক্তি লিবিয়া যেতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনাপত্তি পত্র দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ৩ এপ্রিল হাইকোর্ট রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন। আবেদনকারীদের যারা ভিসা পেয়েছেন তাদের ১৫ দিনের মধ্যে এনওসি দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। সোমবার এ আবেদনের নিষ্পত্তি করে আদেশ দেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here