৭ খুন মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৯ মে

0
411

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৯ মে সাত খুনের দুটি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। সোমবার সকাল সাড়ে ৯টা হতে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে নিহত মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা আক্তার আদালতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।   নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার সাত জনের সাক্ষ্য নেয়া হয়েছে। আগামী ৯ মে অন্যদের সাক্ষ্য নেয়া হবে। এদিকে সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনসহ তারেক সাঈদ, আরিফ ও রানাসহ আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে আদালতে হাজির করা হয়।   ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here