দেশের উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদকে গুরুত্ব দিতে হবে

0
230

দেশের উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণকে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তার মতে, উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ। আর এটা দেশের উন্নয়নের অক্সিজেন। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন এবং অটোমেশন বিষয়ে উদ্বুব্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন। নজিবুর বলেন, ২০১৫ সালে জুলাই মাসের পর থেকে  জাতিসংঘের উদ্যোগে বিশ্বের উন্নয়নের কর্মশালার পৃথিবীর প্রায় সকল দেশ অংশগ্রহণ করেছি। সেখানে বলা হয়েছে যে ২০১৫ সনের পরে সারা পৃথিবীতে উন্নয়নের মূল ভিত্তি হবে অভ্যন্তরীণ সম্পদ। তাই আমরা  অভ্যন্তরীণ সম্পদ আহরণ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব হবে। তিনি জানান, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) থেকে এখন আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) তে যাচ্ছি। তাই এক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ সম্পদ আহরণকে গুরুত্ব দিচ্ছি। নতুন মূসক আইনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, মহান সংসদের নির্দেশনার আলোকে আমরা নতুন মূসক আইন বাস্তবায়ন করছি। আগামী ১ জুলাই থেকে এ আইন বাস্তবায়ন করা হবে। এই কর্মশালা আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভুল শিক্ষাকে এখান থেকে বদলে ফেলার সুযোগ আছে। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটি নতুন ধারায় উন্নীত হয়েছে বলেও জানান নজিবুর। তিনি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে পৃথিবীর রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি অর্জন করেছে যার জলন্ত প্রমাণ হলো রাজস্ব বোর্ড। এটি সাংগঠনিকভাবে একটি  ইতিবাচক দিক। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে রাজস্ব বোর্ড একটি মাইলফলক হবে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)  ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন এবং এনবিআরের সদস্য (মূসক  নিরীক্ষা ও গোয়েন্দা) এবং ভ্যাট অনলাইনের প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার শাহনাজ পারভীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here