সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং পুরকৌশল বিভাগের সহযোগিতায় শিক্ষা সফর গত ১মে কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ আবু ইউসুফ এর তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দ ও দ্বিতীয় ব্যাচের ৪০ জন শিক্ষার্থী উক্ত শিক্ষা সফরে অংশগ্রহন করেন। এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা রাঙ্গুনিয়াস্থ শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কে ক্যাবল কার এর কার্যপদ্ধতি, ফাউন্ডেশনের রেক্টোফিটিং এবং রিটেইনিং ওয়াল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। শিক্ষা সফরের অংশ হিসেবে নৌকা যোগে কাপ্তাই লেক এবং কাপ্তাই বাঁধ পরিদর্শন করে শিক্ষার্থীরা বাঁধের স্পিলওয়ে, পানির গুণগতমান সম্পর্কে সম্মক ধারণা লাভ করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শিক্ষা সফরের সমাপ্তি ঘোষণা কালে বিভাগীয় প্রধান বলেন, শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ নিঃসন্দেহে জ্ঞান অর্জনের ইচ্ছাকে বেগবান করে। ভবিষ্যতেও বিভাগের অন্য ব্যাচের শিক্ষার্থীদের এই ধরণের আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।