বাবুগঞ্জে কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

0
375

বরিশাল প্রতিনিধি ॥
জাতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ দেয়া, সকল এটিআই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদাণ, সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের কাগজ কলমে দ্বিতীয় শ্রেণিতে পদমর্যাদা দেয়ার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কে রহমতপুর বাসস্টান্ডে বাবুগঞ্জ কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রায় দু’ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে মোঃ রবিউল ইসলামের সভাপত্বিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আকন, শিক্ষার্থী তামিম, লতা খানম, রিয়াজুল ইসলাম, হিরা প্রমুখ। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here