যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে জাহানারা ইমামের অগ্রণী ভূমিকা অগ্রগণ্য

0
452

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে গত ৩ মে সকাল ১০টায় শঞীদ জননী জাহানারা ইমামে ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক স্মরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট বাম রাজনীতিবিদ লেখক মোস্তাক আহমদ ভাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগনেতা রেদোয়ানুল হক, সংগঠক আসিফ ইকবাল, গোলাম সাবের, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, ইমতিয়াজ উদ্দিন, আলী হোসেন, মুহাম্মদ সরফরাজ খান, সাজিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশ প্রেমের এক অনন্য সাধারণ ব্যক্তি হিসেবে জাহানারা ইমাম আমাদের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে তাঁর জ্যোষ্ট সন্তান রুমী গেরিলা অপারেশনে অংশ নেয়। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে তিনি নানা ভাবে জনসচেতনা গড়ে তুলায় সচেতন ছিলেন। সাম্প্রতায়িকতা ও ফ্যাসিবাদ বিরোধী নাগরিক কমিটি, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ’৭১এর ঘাতক দালাল নির্মুল কমিটি সংগঠনের সাথে যুক্ত থেকে আমৃত্যু কাজ করে গেছেন। যুদ্ধাপরাধীদের বিরোদ্ধে জনমত গঠনে এবং সকল যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়নের জন্য শহীদ জননী জাহানারা ইমাম আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here